ভারতের মহান স্বাধীনতা দিবস উৎযাপনে টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার। এদিন সকালে বুদ্ধ মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে গরিব ও অসহায় মানুষদের মুখে মাস্ক এবং হাতে ফুড প্যাকেট তুলে দেয়া হয় এন্টি ক্রাইম এন্ড সোসাল জাস্টিস ফোরামের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মগুরু ডক্টর অরুণ জোতি ভিক্ষু, মহম্মদ কামরান, টুটু বড়ুয়া, দীপংকর বড়ুয়া, সুকোমল বড়ুয়া, স্বপ্না বড়ুয়া সহ দুই সংগঠনের অনেক সদস্য সদস্যা।